Gas Laws

গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য গুলি লেখো।

গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য গুলি হল: গ্যাসের অণুগুলির গতিশীলতা, গ্যাসের আকার ও আয়তন, প্রসারণশীলতা, সংকোচনশীলতা, গ্যাসের ব্যাপন, গ্যাসের চাপ ও ঘনত্ব, গ্যাসের উষ্ণতা ইত্যাদি।

(1) অণুর গতিশীলতা: গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কম, এই কারণে গ্যাসীয় পদার্থের অণুগুলি প্রায় স্বাধীন ও বিশৃঙ্খলভাবে ইতস্তত বিভিন্ন গতিবেগে ছুটে বেড়ায়।  

(2) আকার ও আয়তন: গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান অতি কম হওয়ায়, এই ক্ষীণ আকর্ষণ বল অনুগুলিকে একত্রে আবদ্ধ রাখতে পারে না। এই কারণে, অণুগুলি সর্বদাই বিচরণশীল থাকে ফলে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই।  

(3) প্রসারণশীলতা: প্রসারণশীলতা গ্যাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চাপ কমালে, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যেকার ফাঁক বেড়ে যায় ফলে গ্যাসের আয়তন বাড়ে। প্রকৃতপক্ষে গ্যাসের এই প্রসারণ ক্ষমতা অসীম। যত বড়ো পাত্রেই রাখা হোক না কেন, গ্যাস ওই পাত্রের আয়তন লাভ করে।  

1 2 3

0 Comments

Post a Comment